November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

সীমান্ত দিয়ে তরল ফেনসিডিল এনে বোতলজাত করতেন বছির: পুলিশ

গ্রামের মধ্যে বসতবাড়ি। ওই বাড়িতে পাশাপাশি দুটি ঘর। একটি ঘরে পরিবার নিয়ে বসবাস, আরেকটি ঘরে চলে জার থেকে বোতলে ফেনসিডিল ভরার কাজ। এরপর ওই ফেনসিডিল বিক্রি হয় বিভিন্ন স্থানে।

বাড়িটি ভারতের সীমান্তবর্তী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পাঁচঘরিয়া মুন্সিপাড়া গ্রামের বছির উদ্দিনের। তিনি ভারত থেকে চোরাইপথে তরল ফেনসিডিল এনে বাড়িতে তা বোতলজাত করে সরবরাহ করতেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল এবং ফেনসিডিল বোতলজাত করার সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছির উদ্দিন দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম এসআই রাশেদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফরহাদুজ্জামানকে নিয়ে বছির উদ্দিনের বাড়িতে অভিযান চালান। সে সময় বছির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ওই ঘর থেকে ২৩ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের ২৫টি খালি বোতল ও ছিপি, দেড় লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিপুর থানার এসআই রাকিবুল ইসলাম বাদী হয়ে আজ সোমবার সকালে বছির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এসআই রাকিবুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে খোলা ফেনসিডিল এনে নিজ বাড়িতে তা বোতলজাত করতেন বছির উদ্দিন। এরপর তিনি তা বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তাঁকে আটক করতে পারলে আরও তথ্য জানা যেত।

এ বিষয়ে পাঁচঘরিয়া মুন্সিপাড়া গ্রামের আবদুর রহমান বলেন, কোনো ধরনের কাজ না করেই বছির সচ্ছল জীবন যাপন করতেন। সীমান্তের বিভিন্ন বাড়িতে এ ধরনের অভিযান চালালে বেরিয়ে আসবে আরও ফেনসিডিলের কারবার।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এখানে ভারত থেকে তরল ফেনসিডিল এনে বোতলজাত করা হচ্ছিল। এলাকায় এমন কাজ আরও হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আর পাশাপাশি বছির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন: