August 31, 2025
আন্তর্জাতিক

সীমান্তে ভারত-চীন সেনাদের মধ্যে মিষ্টি বিনিময়

লাদাখের দেপসাং ও ডেমচকে সেনা প্রত্যাহারের পর ভারত ও চীনের সেনারা এলএসিতে দীপাবলি উপলক্ষে মিষ্টি বিনিময় করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষে ভারত ও চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী মিষ্টি বিনিময় করেছে। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সীমান্ত উত্তেজনার একটি উল্লেখযোগ্য অগ্রগতির পর এই চিত্র সামনে এসেছে। কারণ উভয় পক্ষই পূর্ব লাদাখের মূল সংঘর্ষস্থলে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করেছে।

বুধবার দেপসাং সমভূমি ও ডেমচকে সেনা প্রত্যাহার শেষ হয়। এতে ২০২০ সাল থেকে দীর্ঘস্থায়ী উত্তেজনার পর অঞ্চলটিতে শান্তি কিছুটা হলেও ফিরেছে।

এই প্রক্রিয়ায় সেনা, অস্ত্র, সরঞ্জাম ও অস্থায়ী বাঙ্কারগুলোকে ২০২০ সালের এপ্রিলের পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়েছে। এটিকে বিতর্কিত সীমান্ত বরাবর উত্তেজনা প্রশমনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০২০ সালের এপ্রিল থেকে এলএসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনা সেনাদের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা।

শেয়ার করুন: