সীমান্তে পুশ-ইন: দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সরকার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৩৬ জন রোহিঙ্গাকে সম্প্রতি পুশ-ইন করেছে ভারত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, এ নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশ।
বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এটা ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।