সিরিয়ায় গৃহযুদ্ধে ৫ লাখ সাড়ে ২৮ হাজার মানুষ নিহত
২০১১ সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধে ৫ লাখ সাড়ে ২৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সম্প্রতি সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বন্দিশালা এবং গণকবরগুলোয় প্রবেশ সহজ হওয়ায় এসব তথ্য পাওয়া যায়।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটির বরাতে আরব নিউজ জানিয়েছে, দেশটিতে ২০২৪ সালে সংঘর্ষে ৬ হাজার ৭৭৭ জন নিহত হয়েছে যাদের অর্ধেকের বেশি সাধারণ নাগরিক। তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি।
সিরিয়ার ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। তখন সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ কঠোরভাবে দমন করে। এই সংঘাত লাখ লাখ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করে এবং সেখানে বিদেশি শক্তির হস্তক্ষেপ ঘটে। গত বছর সিরিয়ায় তিন হাজার ৫৯৮ জন সাধারণ নাগরিক নিহত হয়, যার মধ্যে ২৪০ জন নারী এবং ৩৩৭ জন শিশু।
এছাড়াও তিন হাজার ১৭৯ জন যোদ্ধা নিহত হয়েছে। তাদের মধ্যে আগের শাসনকালের সৈনিকদের পাশাপাশি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং চরমপন্থীরা রয়েছেন। ২০২৩ সালে দেশটিতে চার হাজার ৩৬০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল সংস্থাটি, যার মধ্যে প্রায় ১ হাজার ৯০০ জন সাধারণ নাগরিক।