October 9, 2025
আন্তর্জাতিক

সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না, হুঙ্কার এরদোয়ানের

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও সিরিয়া সরকারের একীভূত হওয়ার চুক্তি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সিরিয়ার বিভক্তি কিংবা ভৌগোলিক অখণ্ডতায় আঘাত লাগতে দেবে না তুরস্ক। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই সতর্কবার্তা দিয়েছেন। তুরস্কের সংসদের নতুন অধিবেশন শুরুর দিনে এরদোয়ান বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং আমাদের সীমান্তে সন্ত্রাসী কাঠামো গঠিত হওয়া ঠেকাতে আমরা সব ধরনের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেছি। আমরা ধৈর্য, আন্তরিকতা ও সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করে এসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, যদি কূটনৈতিক উদ্যোগে কোনও ফলাফল না পাওয়া যায়, তাহলে তুরস্কের নীতি ও অবস্থান পরিষ্কার। তুরস্ক সিরিয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবে না। আঙ্কারা এসডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে এবং সতর্ক করে দিয়ে বলেছে, এই গোষ্ঠীটি যদি দামেস্কের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত না হয়, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তুরস্ক এবং সিরিয়া অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার মাঝেই সিরিয়ার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এই সতর্কবার্তা দিয়েছেন। এর আগে, গত সপ্তাহে আঙ্কার ও দামেস্ক দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেয়। যার মধ্যে বাণিজ্য, অবকাঠামো ও সিরিয়ার পুনর্গঠন প্রকল্পও অন্তর্ভূক্ত রয়েছে। তবে এসডিএফের অস্ত্র সমর্পণ ও একীভূত হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। কোন প্রক্রিয়ায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে তা নিয়ে জটিলতাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তুরস্কের স্বার্থ, নিরাপত্তা উদ্বেগ ও কূটনৈতিক সীমাবদ্ধতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
শেয়ার করুন: