April 11, 2025
আঞ্চলিকলেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের সাথে সিটি মেয়রের মতবিনিময় আগামীকাল

দ. প্রতিবেদক

খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, ছাত্রলীগ এর সাবেক নেতৃবৃন্দের সংগঠন “সরকারি এম এম সিটি কলেজ সাবেক ছাত্রলীগ এ্যাসোসিয়েশন” এর নেতৃবৃন্দের সাথে আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টায় মতবিনিময় করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ বৈঠকে মিলন মেলা অনুষ্ঠান এবং সিটি কলেজ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সকল স্তরের নেতৃবৃন্দের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সিটি কলেজের সাবেক ভিপি ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ফয়েজুল ইসলাম টিটো এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন: