February 11, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর স্বাভাবিক হয়েছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার যানচলাচল। শিক্ষার্থীরা ওই এলাকা থেকে সরে গেছেন। 

সোমবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক ঢাকা মেইলকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা ক্লিয়ার।

তিনি জানান, দুই পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। তবে আজকের সংঘর্ষের নেপথ্যের কারণ পুলিশ জানার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় পুরো সায়েন্সল্যাব এলাক রণক্ষেত্রে পরিণত হয়। এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হলে লোকজন দ্বিকবিদিক ছোটাছুটি করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের উভয় পক্ষকে সামাল দিতে পারেনি। সংঘর্ষের ফলে মিরপুর সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এর জেরে দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ।

আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন।

শেয়ার করুন: