January 23, 2026
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সারাদেশে ২৪ ঘণ্টায় ১৩৩৩ জন গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৩৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান। পুলিশ সদর দফতর জানায়, সারাদেশে চালানো এই অভিযানে ১৩৩৩ জনের মধ্যে ৯৯০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৩৪৩ জন অন্যান্য ঘটনায় জড়িত। তারা আরও জানায়, বিশেষ এই অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি পিস্তুল একটি, ম্যাগজিন একটি, গুলি ৭ রাউন্ড, চাইনিজ কুড়াল ও বার্মিজ চাকু দুটি করে, খুর একটি, হাসুয়া চারটি, রামদা ও চাপাতি দুটি করে, চাকু একটি, ককটেল দুটি, দেশীয় তৈরি ওয়ান স্যুটারগান দুটি, বিদেশি রিভলবার একটি ও গুলির খোসা দুটি।
শেয়ার করুন: