January 10, 2025
খেলাধুলা

সাব্বির–ঝড়ের পরও জয় পেলো না ঢাকা

শৃঙ্খলা ভঙের কারণেই আগের দুই ম্যাচের একাদশে ছিলেন না সাব্বির রহমান। এরপরও তার ওপরে আস্থা রাখার কথা জানিয়েছিলেন, ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। অধরা জয়ের খোঁজে সেই আস্থারই দারুণ প্রতিদান দেন সাব্বির। চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংসও খেলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। এরপরও পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি রাজধানীর দলটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের পুঁজি দাঁড় করায় ঢাকা। জবাবে ৭ উইকেট ও ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে চট্টগ্রাম কিংস।

১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান। পাওয়ারপ্লে’তে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রানের জুটি গড়েন তারা।

তবে ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ইমন। ফেরার আগে ১৬ বলে ১৭ রান করেন তিনি।

অন্যদিকে মোস্তাফিজুর রহমানে উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার উসমান খান। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তিনে নামা গ্রাহাম ক্লার্ক-ও ব্যাট হাতে সাবলীল ছিলেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

শেষদিকে শামীম হোসেন ও মোহাম্মদ মিথুনে ভর করে ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বন্দরনগরীর দলটি। শামীম ১৪ বলে ৩০ ও মিথুন ২২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে, চ্যালেঞ্জিং পুঁজি গড়ার ম্যাচে সাব্বির রহমানের ৯ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকার আগে ওপেনার তানজিদ হাসান তামিম-ও বড় অবদান রাখেন। ৪ চার ২ ছক্কায় ৪৮ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ব্যাটার।

এদিন সাব্বিবের সঙ্গে ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই জেসন রয় ৪ বলে ১, স্টিফেন এসকিনাজি ১৪ বলে ৫, শাহাদাত হোসেন দিপু ১০ বলে ৯ ও থিসারা পেরেরা ২ বলে ১ রান করে একে একে ফেরেন।

চিটাগং কিংসের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।

শেয়ার করুন: