November 17, 2024
খেলাধুলা

সাফজয়ীদের জন্য আরো ১ কোটি টাকা পুরস্কার

নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সভাপতিত্বে প্রথম সভাতেই সাফজয়ী নারী দলকে এক কোটি টাকা পুরস্কার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এছাড়া আগামী বছর দশম বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 

সভা শেষে বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা দেয়া হবে। পুরস্কার হিসেবে নারী দলকে এক কোটি টাকা দেয়া হবে। এই অনুষ্ঠানটি কক্সবাজারে আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

সেনাবাহিনীর প্রধান অলিম্পিক এসোসিয়েশনেরও সভাপতি, তাই এক সঙ্গে দুটি প্রতিষ্ঠান পুরস্কার দেবে নারী ফুটবলারদের। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো সাফজয়ী নারী দলকে পুরস্কৃত করেছিল সেনাবাহিনী।

বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়টি নিশ্চিত করে মামুন বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা হবে।’ ১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সাল পর্যন্ত নিয়মিত আয়োজিত হয়। এরপর টানা ১১ বছর আলোর মুখ দেখেনি গেমস। ২০১৩ সালের পর ৮ বছর বিরতি দিয়ে ২০২১ সালে হয়েছিল সর্বশেষ গেমস।

প্রথম সভায় নতুন সভাপতি অলিম্পিক ভিলেজের ব্যাপারেও আলোচনা করেছেন বাকী সদস্যদের সঙ্গে। মামুন বলেন, ‘আমাদের সভাপতি খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মানোন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব। না পেলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’

শেয়ার করুন: