সাতক্ষীরায় পিকআপসহ ফেন্সিডিলের চালান জব্দ, খুলনার দুই যুবক আটক
দ. প্রতিবেদক
সাতক্ষীরায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর অভিযানে পিকআপসহ ফেন্সিডিলের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় খুলনার খালিশপুরের দুই যুবককে আটক করা হয়েছে। এসময় আরও এক যুবক পালিয়ে যায়। আটকদের সাথে থাকা পিকআপ থেকে ১০৮৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৭টায় তাদের আটক করা হয় বলে র্যাব-৬ বিজ্ঞপ্তিতে দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানায়।
আটকরা হলেন- খালিশপুরের মোঃ হায়দার আলীর ছেলে মোঃ সাগর হোসেন (২৫) ও কাশিপুর পোড়াবাড়ি মসজিদের পাশের মৃত জমির উদ্দিন শেখের ছেলে মোঃ সাদ্দাম হোসেন @ শাওন (২৬)। পালিয়ে যাওয়া যুবক মোঃ মিল্টন (৩২), কাশিপুরের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৬ সূত্র জানায়, কিছু মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ হতে পাচারকৃত ফেন্সিডিল বেনাপোল থেকে পিকআপে করে সাতক্ষীরা হয়ে বাইরের কোন জেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে একটি নীল রঙ্গের পিকআপ ও পিকআপে থাকা আসামী মোঃ সাগর হোসেন ও মোঃ সাদ্দাম হোসেন @ শাওনকে আটক করে। পিকআপটি উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশী করে ৪টি পাটের বস্তা হতে ১০৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পিকআপ, ৪টি মোবাইল ও ৪টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তাদের সাথে আসামী মিল্টন পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়