April 8, 2025
খেলাধুলা

সাকিব-তামিমদের বিদায়ে তরুণদের সুযোগ দেখছেন মিরাজ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। পরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলেন তিনি।

এই অলরাউন্ডার মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। আর সব পারফরম্যান্সই মূল্যায়ন হয় আন্তর্জাতিক মাপে। মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই কঠিন হয়, সেটা আপনি যে দলের বিপক্ষেই খেলেন। বড় দল বা ছোট দল এমন নয়। পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই হিসাব হবে।’

সম্প্রতি বাংলাদেশের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার অবসরে গেছেন। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা। এ নিয়ে মিরাজ বলেন, ‘তরুণ খেলোয়াড়দের সুযোগ আসতে পারে। ওয়েস্ট ইন্ডিজে আমরা যেই ম্যাচটা জিতেছিলাম, সেই ম্যাচে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল না।’

‘তরুণ খেলোয়াড়েরা সুযোগ পেয়েছিল। আবার এই সিরিজেও অনেক তরুণ খেলোয়াড়দের সুযোগ হবে। তবে সুযোগের সাথে সাথে তাদের পারফর্ম করাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা অবসরে চলে গেছেন।’-যোগ করেন তিনি।

ভবিষ্যৎ দিক বিবেচনা করে মিরাজ বলেন, ‘দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদেরই পারফর্ম করতে হবে। আমাদের দলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে এবং দায়িত্ব আমাদের সবার। কীভাবে ভালো করা যায় দেখতে হবে। এসব সিরিজগুলোতে ভালো করে আমরা যেখানে উন্নতি করতে পারি সেগুলো করতে এবং বাংলাদেশকে (উপরে) নিয়ে যেতে হবে।

শেয়ার করুন: