September 19, 2024
খেলাধুলা

সাকিবের পর এবার অনিশ্চিত তামিম-লিটন!

বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। প্রথম প্রস্তুতি ম্যাচে ইনজুরির জন্য খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির জয় পায় বাংলাদেশ। আগামীকাল (সোমবার) শেষ গা গরমের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তবে তার আগে দেখা দিয়েছে আরেক অনিশ্চয়তা।

আসামের গুয়াহাটিতে ইংলিশদের বিপক্ষে টাইগার শিবিরে থাকবে না একাধিক ক্রিকেটার। সাকিব আল হাসান চোটের জন্য খেলতে পারবেন না আগেই জানা ছিল। এবার সেই তালিকায় নতুন সংযোজন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

জানা গেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩০ রানের ওপেনিং জুটি গড়া লিটন ও তানজিদ হাসানকে ইংলিশদের বিপক্ষে দেওয়া হবে বিশ্রাম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তারা দু’জনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, ‘আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।’

আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা।

শেয়ার করুন: