সাইমের অলরাউন্ড নৈপুণ্যে ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়
অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে জয়ের পথে ফেরালেন সাইম আইয়ুব। ব্যাট হাতে ঝলমলে ৪০ রান করার পর বল হাতে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট- এই পারফরম্যান্সেই লাহোরে প্রথম টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে স্বাগতিকরা। গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া থেমেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানে।
শুরুটা অবশ্য অস্ট্রেলিয়ার হয়েছিল বেশ আক্রমণাত্মক। ওপেনার ম্যাথিউ শর্ট ও ভারপ্রাপ্ত অধিনায়ক প্রথম ১০ বলেই তুলে নেন ২১ রান। তবে দ্রুতই পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন সাইম আইয়ুব। চার বল খেলে ৫ রান করা শর্টকে ফিরিয়ে দেন তিনি। পরের ওভারেই আরও বড় আঘাত হানেন সাইম। ট্রাভিস হেডকে আউট করেন তিনি। ১৩ বলে দুটি ছক্কা ও দুটি চারে ২৩ রান করেন হেড।
সাইমের পরপর দুই উইকেটের পর ক্যামেরন গ্রিন ও ম্যাট রেনশ জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে তাঁদের ৪০ রানের জুটি ভাঙে অষ্টম ওভারের প্রথম বলেই, রানআউটে ফেরেন রেনশ (১৫)। এরপরই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক গ্রিনও (৩১ বলে ৩৬) বিদায় নিলে ১৫.৪ ওভারে অস্ট্রেলিয়া নেমে যায় ১১২/৮–এ।
শেষদিকে দশ নম্বরে নামা জেভিয়ার বার্টলেট কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তিনি অপরাজিত থাকেন ২৫ বলে ৩৪ রানে। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৮ উইকেটে ১৬৮ রান। তবে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো, প্রথম বলেই শূন্য রানে আউট হন ওপেনার সাহিবজাদা ফারহান। প্রথম ধাক্কা সামলে সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলি আগা দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৪ রান। অষ্টম ওভারের চতুর্থ বলে সাইমকে (২২ বলে ৪০) ফিরিয়ে এই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।
এরপর আগা ২৭ বলে ৩৯ রান করে আউট হন। চারটি ছক্কা ও একটি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। মাঝখানে বাবর আজম ও ফখর জামান কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে তাঁদের জুটিতে আসে ৩৭ রান। জাম্পার বলে বাবর (২০ বলে ২৪) আউট হলে আবার চাপে পড়ে পাকিস্তান। দ্রুত ফিরে যান ফখর জামান (১০) ও উইকেটকিপার উসমান খান (১০)। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ১৭.৫ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান।
শেষদিকে মোহাম্মদ নওয়াজ অপরাজিত ১৫ রান করে দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। চার ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট। জেভিয়ার বার্টলেট ও অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানও পান দুটি করে উইকেট। এই জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ জয়ের খরা কাটল পাকিস্তানের। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে জিতেছিল পাকিস্তান, এরপর হেরেছে টানা ৭ ম্যাচ।

