সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ে ৯৫ বলে ১৭১ রান সূর্যবংশীর
উদ্বোধনী ম্যাচেই ভারতকে দারুণ সূচনা এনে দিলেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই কিশোর ওপেনার।
এখনো ১৫ বছরও পূর্ণ হয়নি সূর্যবংশীর। তার ব্যাট থেকে এসেছে ৯টি চার ও ১৪টি ছক্কা। ৩৩তম ওভারে প্যাডেল শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষে স্কোরবোর্ডে জমা পড়ে ৪৩৩/৬।
শুরু থেকে মেরে খেলা সূর্যবংশী ফিফটিতে পৌঁছান ৩০ বলে। এই পঞ্চাশের ৪০ রানই ছিল চার–ছক্কা থেকে। সেঞ্চুরিতে পৌঁছানোর পথে পরের ৫০ রান করেন ২৬ বলে। সব মিলিয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেন ৫ চার ও ৯ ছক্কায়। ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে সব মিলিয়ে নবম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন সূর্যবংশী। এই তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়ক। চলতি বছরের জুলাইয়ে শালকায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন।
এই ইনিংসে ১৪ ছক্কা মেরেও রেকর্ড গড়েছেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে এক ইনিংসে এটি সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে যুব ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ১২ ছক্কাকে পেছনে ফেললেন তিনি।
এর আগেও আলোচনায় ছিলেন সূর্যবংশী। গত মাসে দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে আমিরাতের বিপক্ষে ৪২ বলে ১৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি যা ভারতের হয়ে পুরুষ টি–টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি। সেই দিনে তিনি শতকে পৌঁছান মাত্র ৩২ বলে, যা পুরুষ টি–টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে ছয় নম্বর দ্রুততম সেঞ্চুরি।
আগামী মাসে নামিবিয়া–জিম্বাবুয়েতে হওয়া অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দলে তার থাকা প্রায় নিশ্চিত। তার আগেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৬১ বলে ১০৮ করে হয়ে গেছেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি–হোল্ডার।
২০২৫ সালটা ছিল তার জন্য পুরোপুরি বদলে দেওয়ার বছর। এই মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ব্যাটার। কয়েক মাস আগেই মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সে দল পাওয়া খেলোয়াড় হিসেবে আলোচনায় এসেছিলেন তিনি। ২০২৫ আইপিএলে ওপেনার হিসেবে সাত ম্যাচে তার সংগ্রহ ২৫২ রান, স্ট্রাইক রেট ২০৬.৫৫।
আইপিএলের পর ভারতের অনূর্ধ্ব–১৯ দলে থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সফর করেন। ব্রিসবেনে প্রথম চার দিনের ম্যাচে খেলেন ৭৮ বলে সেঞ্চুরি; অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে করেন ১৩৩ রান, যেখানে ভারত জয় পায় ২–০ ব্যবধানে। এর ঠিক আগে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে একদিনের সিরিজে তার ব্যাট থেকে আসে ৩৫৫ রান, স্ট্রাইক রেট ১৭৪.০১।

