April 20, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সরকারি নিরীক্ষা অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি অর্থের সঠিক ব্যয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশে বিদ্যমান ১৯৭৪ সালের সরকারি হিসাব নিরীক্ষা আইনের সম্পূরক হিসেবে সরকারি নিরীক্ষা অধ্যাদেশের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, নিরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড রয়েছে। সেই স্ট্যান্ডার্ড ও প্র্যাকটিসগুলো যাতে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মেনে চলেন সেই লক্ষ্যে এই অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন: