January 20, 2026
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন

ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জা‌নিয়েছেন তার দেশ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দল‌টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নব‌নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত। এ‌দিন, রাতে ঢাকার মা‌র্কিন দূতাবাস রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধ‌তি দিয়ে এ তথ্য জানান। মা‌র্কিন রাষ্ট্রদূত ব‌লেন, আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিএনপির মিডিয়া সেলের তথ্য বলছে, গুলশানে বিএন‌পি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাতে দল‌টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন: