সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি দান করেন এক নারী ভক্ত
প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের পাগলামির শেষ নেই। কখনও তা মাত্রা ছাড়ায়। একইরকম ঘটেছিল বলিউড তারকা সঞ্জয় দত্তের সঙ্গে। এক নারী ভক্ত পর্দার খলনায়ককে ৭২ কোটি টাকার সম্পত্তি দান করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ ভক্ত নিশা পাতিল। সেটা ছিল ২০১৮ সাল। সেবছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়।
জানতে পারেন, তার মহিলা অনুরাগী নিশা, নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গিয়েছেন। নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাংকগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন যাতে তার সমস্ত কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়।
এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্ত। তবে অভিনেতা নিশাকে চিনতেন না কোনওভাবেই তাই তিনি সেই সম্পত্তির দাবিও করেননি।
ঘটনায় সঞ্জয় জানিয়েছেন, তিনি এমন ঘটনায় অভিভূত। এও জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে নিশাকে চিনতেন না।