January 8, 2025
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

সচিবালয়ে অগ্নিকাণ্ড : তদন্ত রিপোর্ট হস্তান্তর সোমবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ এই মুহূর্তে খুবই সাকসেসফুল চলছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে যাবতীয় আলামত কমিটি সংগ্রহ করেছে। এরই মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন হলে কিছু আলামত বিদেশেও পরীক্ষা করা হবে বলে কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এরপর প্রধান উপদেষ্টাই এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সাংবাদিকদের কার্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্ড তো বাতিল করা হয়নি। বরং সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় ৭৮৬৬টি এক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। তার মধ্যে ৪৯০০-এর মতো কার্ড বিগত সরকার বিভিন্ন কারণে বাতিলও করেছে। বর্তমানে ২৯০০-এর মতো কার্ড বিদ্যমান আছে। তবে এরা কারা এটা সরকার এখনো পুরোপুরি নিশ্চিত না। ধারণা করা হচ্ছে, প্রকৃত সাংবাদিকদের বাইরে আরও অনেক সাংবাদিক আছেন যারা কার্ড ব্যবহার করে সচিবালয়ে লবিং-তদবির করেন এবং রাজনৈতিক প্রভাব খাটান। সেজন্য সরকার রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রকৃত সাংবাদিকরা কার্ড ব্যবহার করতে পারে এবং সচিবালয় নিরাপত্তা হুমকিতে না পড়ে। সাংবাদিক নামধারীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া তিনি বলেন, নতুনভাবে সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। যেহেতু সচিবালয় এখন ক্রাইম সিন তাই সেটা প্রটেক্ট করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে। সচিবালয় হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা। সবার সহযোগিতার অংশ হিসেবে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশি মানুষ সেখানে প্রবেশ করলে অগ্নিকাণ্ডের আলামতগুলো নষ্ট হতে পারে। সেজন্য মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। সে হিসেবে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়।

শেয়ার করুন: