October 20, 2025
খেলাধুলা

শ্রীলঙ্কার কাছে হেরে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের

জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। চামারি আতাপাত্তুর প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন রাবেয়া। পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হয়েছেন নাহিদা আক্তার। তৃতীয় বলে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন জ্যোতি। চতুর্থ বলে মারুফাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন আতাপাত্তু। ফলে শেষ দুই বলে সমীকরণ দাড়ায় ৯ রানে, তবে বাংলাদেশ করতে পেরেছে কেবল এক রান। ৭ রানের এই হারে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের।  মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
শেয়ার করুন: