শ্রীলঙ্কায় জ্বালানি হাব গড়ে তুলবে ভারত
দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় একটি জ্বালানি কেন্দ্র যৌথভাবে গড়ে তোলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শনিবার শ্রীলঙ্কা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তিন দেশের মাঝে এই সংক্রান্ত চুক্তি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্য জানানো হয়েছে।
ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের মাঝে নয়াদিল্লি এবং আবু ধাবি জ্বালানি হাব গড়ে তোলার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগা কুমারা দিশানায়েকে গত সেপ্টেম্বরে দেশটির ক্ষমতায় আসার পর বিশ্বের শীর্ষস্থানীয় প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে শুক্রবার সন্ধ্যায় কলম্বো সফরে গেছেন নরেন্দ্র মোদি। শ্রীলঙ্কা সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শনিবার এই তিন দেশ কলম্বোতে জ্বালানি হাব গড়ে তোলার এক চুক্তিতে স্বাক্ষর করেছে।
২০২২ সালে দেখা দেওয়া তীব্র অর্থনৈতিক সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠছে ভারতের দক্ষিণের প্রতিবেশী দেশটি। তখন থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কায় প্রায় ৪ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কাজ করছে নয়াদিল্লি এবং কলম্বো।
শনিবারের চুক্তিটি শ্রীলঙ্কায় চীনের সঙ্গে নয়াদিল্লির প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। কারণ চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেক শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হাম্বানটোটায় তেল শোধনাগার নির্মাণের জন্য ইতোমধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ত্রিনকোমালিতে নতুন জ্বালানি হাব গড়ে তুলবে শ্রীলঙ্কা, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত। এই হাবে মাল্টি-প্রোডাক্ট পাইপলাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এই কাজে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শ্রীলঙ্কান সহযোগী সংস্থা আইওসি এনএস আংশিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি ট্যাঙ্ক ব্যবহার করতে পারে।
মিশ্রি বলেছেন, জ্বালানি ক্ষেত্রে ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত। যে কারণে জ্বালানি ক্ষেত্রে ভারতের আদর্শ অংশীদার আমিরাতের সহায়তায় এই অঞ্চলে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় জ্বালানি হাব গড়ে তোলা হচ্ছে। বাণিজ্যিক আলোচনা শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে।
কলম্বোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে ভারত ও শ্রীলঙ্কার পাওয়ার গ্রিড সংযোগ, ডিজিটালাইজেশন, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা-সহ বিভিন্ন ব্ষিয়ে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।