July 16, 2025
খেলাধুলা

শ্রীলঙ্কায় কাল সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। এখন সিরিজ ১-১ সমতায়। আগামী বুধবার কলম্বোতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ। জয় পেলেই সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে পারবে বাংলাদেশ দল।

দ্বিতীয় ম্যাচের জয়ের আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে চায় বাংলাদেশ। দলের সঙ্গে থাকা টেকনিক্যাল কনসালট্যান্ট মোহাম্মদ সালাউদ্দিনও মনে করেন, এই আত্মবিশ্বাস দলের জন্য বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, “শেষ ম্যাচে ছেলেরা দারুণ খেলেছে। এতে ওরা ভালো একটা মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও বেড়েছে। আশা করি, শেষ ম্যাচটাও ভালোভাবেই শেষ করতে পারব।”

সালাউদ্দিন মনে করেন, মিডল অর্ডারের পারফরম্যান্সই সিরিজ জয়ের চাবিকাঠি। তিনি বলেন, “আমাদের মিডল অর্ডারে তেমন বিকল্প খেলোয়াড় নেই। জাকের ইনজুরিতে থাকায় প্রথম ম্যাচে বিকল্প খুব একটা ছিল না। আমরা সবসময় চাই, জাকের আর শামীম যেন শেষ পর্যন্ত খেলে ম্যাচ শেষ করতে পারে। কিন্তু তাদের এমন দায়িত্ব দেওয়া যাবে না যেখানে ইনিংস মেরামত করতে হয়। ওরা যেন স্বাভাবিক খেলতে পারে, এটাই আমাদের পরিকল্পনা।”

শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসবে কি না এ নিয়ে তিনি বলেন, “কোনো দলই চায় না উইনিং কম্বিনেশন ভাঙতে। কিন্তু আমাদের খেলোয়াড়দের ফিটনেস, ইনজুরি, ও কাজের চাপ বিবেচনা করতেই হয়। তাসকিনকে যদি টানা খেলানো হয়, সে আবার ইনজুরিতে পড়তে পারে। তাই ভারসাম্য রেখে দল সাজানো জরুরি।”

সবশেষে তিনি মনে করিয়ে দেন, দলের সাম্প্রতিক ব্যর্থতার জন্য এককভাবে কাউকে দায়ী করা উচিত নয়। “অপশন কম, এটা বুঝে আমাদের চলতে হয়। নির্বাচকরাও সীমিত অপশনের মধ্যেই দল গড়েন। তাই দল নিয়ে বেশি সমালোচনা না করে, বাস্তবতাটা বোঝা দরকার।”

শেয়ার করুন: