শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের সাথে বাংলাদেশের মেয়েদের টাই, সিরিজে সমতা
আগে ব্যাট করে ফারজানা হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৫ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। তাড়া করতে নেমে এক পর্যায়ে ২ উইকেটে ১৩৯ রান ছিল ভারতের নারী দলের। তবে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলে বাংলাদেশ। তবে ২১৭ রানে নবম উইকেট পড়ে যাওয়ার পর শেষ উইকেট জুটিতে ৮ রান তুলে স্কোর সমান করে ফেলে ভারতের মেয়েরা। পরের বলেই মারুফা আক্তার ভারতের শেষ ব্যাটার মেঘনা সিংকে কট বিহাইন্ড করে দিলে ‘টাই’ হয়ে যায় ম্যাচ।
ম্যাচের মতো সিরিজেও সমতা। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টিতে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো তাই ১–১–এ।
এর আগে ফারজানা হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৫ রান তুলেছিল বাংলাদেশ। ১৬০ বলে ১০৭ রান করেন ফারজানা। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এটিই প্রথম সেঞ্চুরি।
রান তাড়ায় ৩২ রানে ২ উইকেট হারালেও স্মৃতি মান্ধানা ও হারলিন দেওলের ব্যাটে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ভারত। ১৩৯ রানে স্মৃতি মান্ধাকে ফিরিয়ে দেন ফাহিমা খাতুন। এরপর ভারত অধিনায়ক হারমানপ্রীতকেও দ্রুত ফিরিয়ে দেন নাহিদা। তবে জেমিমা রদ্রিগজকে নিয়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন হারলিন দেওল।
তবে বৃষ্টি–বিরতর পর খেলা শুরু হতেই বদলে যায় ম্যাচের চিত্র। এক ওভারের মধ্যে দুটি রানআউট করে দারুনভাবেই ম্যাচে ফেরেন বাংলাদেশের মেয়েরা।
নাহিদা আক্তারের করা ৪২তম ওভারের দ্বিতীয় বলে রানআউট ৭৭ রান করা হারলিন। তিন বল রানআউট দীপ্তি শর্মাও। ৪ উইকেটে ১৯১ থেকে ৬ উইকেটে ১৯২ হয়ে যাওয়া ভারতকে এরপর জয়ের কাছাকাছি নিয়ে যান জেমিমা ও আমানজোত কৌর।
এরপর আবার নাটক। ৪৭তম ওভারের শেষ বলে লেগ স্পিনার রাবেয়া যখন আমানজোতকে এলবিডব্লু করে দিলেন ভারতের স্কোর ২১৬/৭।
নাটক হলো পরের ওভারেও। বাঁহাতি স্পিনার নাহিদা তিন বলের মধ্যে তুলে নেন স্নেহ রানা ও দেবীকা বৈদ্যকে। ১ রানের মধ্যে ৩ উইকেট নেই।
৯ রানের সমীকরণটা কি ভারত মেলাতে পারবে, না বাংলাদেশ তুলে নেবে শেষ উইকেটটি! চোট পেয়ে একবার মাঠের বাইরে চলে যাওয়া পেসার মারুফা আক্তার ফিরে মেঘনা সিংয়ের শেষ উইকেটটি তুলে নিয়ে বাংলাদেশের সমীকরণটা মেলালেও জয় কিন্তু পায়নি বাংলাদেশ। ততক্ষণে দুদলের রান যে সমান। ম্যাচ টাই। যার অর্থ সিরিজেও সমতা।
ক্রিড়া ডেস্ক