শেষ ম্যাচ দিয়েই লিটন ঘুরে দাঁড়াবেন, প্রত্যাশা সিমন্সের
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। লাল-সবুজের দল আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে। এদিকে টাইগাররা জয়ের ধারায় থাকলেও ব্যাট হাতে রান নেই লিটন দাসের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রথম দুই ম্যাচে লিটনের অধিনায়কত্ব বেশ প্রশংসিতও হয়েছে। তার বেশ কিছু সিদ্ধান্ত দলকে জয়ের বন্দরে ভেড়াতে সাহায্য করেছে। তবে ব্যাত হাতে রান পাচ্ছেন না তিনি।
প্রথম ম্যাচে লিটন ০ রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে তিনি সাজঘরে ফিরেন ১০ বলে ৩ রান করে। তবে নেতৃত্ব থাকা লিটন সিরিজের শেষ ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াবেন বলে আশা করছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’
প্রথম দুই ম্যাচের উইকেটের কথা উল্লেখ করে সিমন্স বলেন, ‘এই দুটি ম্যাচেই লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে। রান করছে না এটা একটু চিন্তার বিষয়। তবে সবাই তো প্রতিদিন রান করবে না। খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য। আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।’