November 11, 2025
খেলাধুলা

শেষ বিকেলে স্পিনারদের দাপটে স্বস্তি ফিরল টাইগার শিবিরে

দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। সিলেট টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করেছে আয়ারল্যান্ড। ৫৬ বলে ২১ রান করে অপরাজিত আছেন বেন মেকার্থি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মেহেদি মিরাজ। নতুন বল হাতে নিয়েই দলকে ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। চতুর্থ বলেই অ্যান্ডি বার্লবির্নিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। ৪ বল খেলে ডাক খেয়েছেন এই ওপেনার। তাতে রানের খাতা খুলার আগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম সেশনের বাকিটা সময় আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও কারমাইকেল মিলে যোগ করেন ৯৬ রান। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। ৬০ রান করা স্টার্লিংকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়েছেন রানা। ফিফটি পেয়েছেন কারমাইকেলও। ১২৯ বলে করেছেন ৫৯ রান। মিডল অর্ডারে কুর্টিস ক্যাম্পার-লরকান টাকাররাও দারুণ ব্যাটিং করেছেন। দুজনেই ফিফটির পথে ছিলেন কিন্তু মাইলফলক ছুঁতে পারেননি। ক্যাম্পার করেছেন ৪৪ রান, টাকারের ব্যাট থেকে এসেছে ৪১ রান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনাররাও বাড়তি সুবিধা পেয়েছেন। শেষ সেশনে এসে আইরিশদের চেপে ধরেন মিরাজ-মুরাদরা। তাতে এক সেশনেই ৪ উইকেট তুলে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।
শেয়ার করুন: