শেষ বিকেলে টাইগারদের ব্যাটিং ধস
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করেছিল দুর্দান্ত। এনামুল হক ও সাদমান ইসলামের ১১৮ রানের উদ্বোধনী জুটির পর সেঞ্চুরি করেছিলেন সাদমান। তার ক্যারিয়ারের দ্বিতীয় শতকে স্বাগতিকরা দেখছিল বড় লিডের স্বপ্ন। তবে মধ্যাহ্নবিরতির পর টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপ নিয়েই চা বিরতিতে যায় টাইগাররা। এরপর দিনের শেষ সেশনে দেখা মিলেছে ব্যাটিং ধসের। শেষ সেশনে চার উইকেট হারানোয় নাজমুল শান্তর দল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৭ উইকেটে ২৯১ রানে।
দ্বিতীয় সেশনে যাওয়ার আগে শেষ দুই বলে আউট হন মুমিনুল হক ও সাদমান। এ দুজন আউট হওয়ায় বাংলাদেশ চা বিরতিতে যায় ৩ উইকেটে ১৯৪ রান নিয়ে। এরপর দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। এ দুজন মিলে গড়েছিলেন ৬৫ রানের জুটি। তবে ব্যক্তিগত ২৩ রানে শান্ত আউট হলে ভাঙে এ জুটি।
দলীয় ২৫৯ রান শান্ত আউট হওয়ার পর ব্যাট করতে জাকের আলিও ফিরেছেন দ্রুতই। তিনি আউট হয়েছেন দলীয় ২৬৭ রানে। এদিকে জাকের ফিরলেও ব্যক্তিগত অর্ধশতকের পথে ছিলেন মুশফিকুর। তবে রান আউট হয়ে তিনি ফিরেছেন ৫৯ বলে ৪০ রান করে।
এদিকে মুশফিকুর আউট হওয়ার পর ক্রিজে মিরাজের সঙ্গী হয়েছিলেন নাইম হাসান। তবে এ জুটিও দলের হাল ধরতে পারেনি। ২৩ বলে ৩ রান করে আউট হন নাইম। ২৫৯ রানে শান্ত আউট হওয়ার পর ২৭৯ রান করতেই একে একে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ফলে লিডও বাড়াতে পারেনি টাইগাররা। শান্তর দল দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে ৬৪ রানে।