November 21, 2024
খেলাধুলা

শেষদিকে উইকেট না পাওয়া প্রসঙ্গে যা বললেন হাসান

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট দুই বেলায় দুটি রূপ নিয়েছে। প্রথমে সফরকারী টাইগাররা হেসেছে হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ের সুবাদে। দিনের শেষ গল্পটা লিখলেন ভারতীয় দুই টেলএন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নেওয়া বাংলাদেশি বোলাররা এই ‍দুই ব্যাটারের সামনে খাবি খেয়েছে। দিন শেষে এর কারণ জানিয়েছেন সফরকারী পেসার হাসান।

৫৮ রানে ৪ উইকেট শিকার করা এই গতিতারকা সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়া আমার কাছে আনন্দদায়ক। ৫ উইকেট পেয়েছিলাম পাকিস্তানের বিপক্ষে, সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতেছি। নিজের সেরাটা দিয়ে যতটুকু করতে পারি দলের জন্য।’

হাসানের এনে দেওয়া ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুটা ভালো হলেও দিনের শেষদিকে কী হয়েছিল, পিচে কোনো পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে হাসান বলেন, ‘সকাল থেকে আমরা দাপট দেখাচ্ছিলাম। কিন্তু এখন উইকেট খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করতেছে কীভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায়। একটা সময় মোমেন্টাম ছিলো আমাদের দিকে, এখন শিফট হয়ে গেছে ওদের দিকে।’

অস্বস্তি নিয়ে দিন শেষ করলেও, বাস্তবতা মেনে নিচ্ছেন হাসান। একইসঙ্গে দ্বিতীয় দিন এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোরও প্রত্যাশা তার, ‘এটা ক্রিকেটের অংশ, যেকোনো কিছু হতে পারে। সম্ভবত ইনশাআল্লাহ আগামীকাল আমাদের দিকে ফিরতে পারে আবার। কিন্তু আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বল করতে পারি।’

প্রথমদিন শেষে দুই স্পিন অলরাউন্ডার ১৯৫ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। অশ্বিন ১১২ বলে ১০২ রান এবং জাদেজা টিকে আছেন ১১৭ বলে ৮৬ রানে। ১৪৪ রানেই ৬ উইকেট হারানো ভারত আর কোনো বিপদ ছাড়াই দিন শেষ হওয়ার আগে ৩৩৯ রান সংগ্রহ করেছে।

শেয়ার করুন: