শুনানির অষ্টম দিনে ৪৫ আপিল মঞ্জুর ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।
ইসি জানায়, আট দিনে প্রায় ছয়শত আপিল শুনানি হয়েছে। এর মধ্যে আজ ১১২ আবেদনের শুনানি হয়। এতে ৩৭টি আবেদন না মঞ্জুর হয়েছে। ৪৫টি মঞ্জুর হয়েছে। পেন্ডিং ১৯টি আবেদন। ৯টি আবেদন প্রত্যাহার কারণে উত্থাপিত হয়নি। দুটি আপিলের আবেদনকারী অনুপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। ঋণ খেলাপির অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ প্রার্থিতা বহাল কুমিল্লা-৪ আসনে
কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি নিয়ে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।
সম্প্রতি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেছিলেন।

