December 19, 2024
লাইফস্টাইল

শীতের সময়ে পোষা প্রাণীর বিশেষ যত্ন

আস্তে আস্তে শীত বেড়ে চলছে। সামনে আরও শীত বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আর এই ঠান্ডায় পোষা প্রাণীদের সঠিক ভাবে যত্ন নেওয়া জরুরি। নিজেকে গরম পোশাকে মুড়িয়ে রাখছেন ঠিকই, কিন্তু পোষা প্রাণীর সঠিক যত্ন না নিলে ঠান্ডা লেগে ওদেরও নানা রকম অসুখ হতে পারে।

বর্তমানে শীতের পাশাপাশি বাতাসে দূষণের মাত্রা বেশি। তার উপরে ঠান্ডার কারণে শ্বাসজনিত রোগও হতে পারে পোষ্য কুকুর বা বিড়ালের। তাই শীতকালে তাদের যত্নে রাখা এবং খাওয়া-দাওয়ার উপর নজর দেয়া উচিত।

এছাড়া শীতে পোষা প্রাণীদের ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। তাই পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া প্রয়োজন।

১. গরম পরিবেশ নিশ্চিত করা

শীতের সময় পোষা প্রাণীর ঘুমানোর জায়গা উষ্ণ ও আরামদায়ক রাখুন। একটি নরম কম্বল বা শীতের উপযোগী বিছানা দিন। খেয়াল রাখুন যেন তারা ঠান্ডা মেঝেতে শুয়ে না থাকে।

২. উষ্ণ পোশাক

লোম কম বা পাতলা লোমের পোষা প্রাণীদের জন্য উষ্ণ পোশাক কিনুন। ছোট বাচ্চা বা বয়স বেশি পোষা প্রাণীর ক্ষেত্রে পোশাক আরও গুরুত্বপূর্ণ। ঠান্ডার সময়ে বাইরে নিয়ে গেলে গরম পোশাক পরাতেই হবে। রাতে ঘুমানোর সময়ে হালকা কম্বল গায়ে জড়িয়ে দিন। বাইরে থেকে ঘুরে আসার পরে ভাল করে পায়ের থাবা মুছিয়ে পরিষ্কার করে দেবেন।

৩. খাদ্য ও পানি

শীতের সময় পোষা প্রাণীদের পুষ্টিকর খাবার দিন, যাতে তারা শক্তি ধরে রাখতে পারে। ঠান্ডায় স্বাভাবিক তাপমাত্রার পানি নিশ্চিত করুন। পোষ্যদের খাবারে অনেক বাছবিচার রয়েছে। সব কিছু তারা খেতে পারে না। যে খাবারগুলি খেতে পারে তার মধ্যে থেকেই স্বাস্থ্যকর খাবারগুলি বেছে নিন। ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার খাওয়াতে পারেন। মাছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস। এই অ্যাসিড পোষা প্রাণীকে ভেতর থেকে আর্দ্র রাখে। মিষ্টি আলু, সবুজ শাকসবজি, বেরিজাতীয় ফল পোষা প্রাণীর ত্বক ভালো রাখতেও সাহায্য করে।

৪. গোসল এড়িয়ে চলুন

শীতকালে ঘন ঘন গোসল করানো থেকে এড়িয়ে চলুন। যদি গোসল করাতে হয়, তাহলে কুসুম গরম পানি ব্যবহার করুন এবং দ্রুত শুকিয়ে নিন। ভেজা শরীরে থাকলে দ্রুত ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে।

৫. ব্যায়াম ও চলাফেরা

বাইরে ব্যায়াম বা হাঁটার সময় সংক্ষিপ্ত করুণ। ঠান্ডা মাটি বা ঠান্ডা স্থান থেকে তাদের পা রক্ষা করুন। প্রয়োজনে পায়ের জন্য বিশেষ কিছু ব্যবহার করুন। খুব ঠান্ডা বা বাতাসযুক্ত জায়গায় পোষ্যকে বাইরে একা রাখবেন না। গাড়ির ভেতরে পোষ্যকে দীর্ঘ সময় একা রাখাও এড়িয়ে চলুন।

৬. লোমের যত্ন

পোষা প্রাণীর লোম নিয়মিত ব্রাশ করুন, যাতে লোমের আস্তরণ উষ্ণতা ধরে রাখতে পারে।

৭. ঠান্ডা থেকে সুরক্ষা

শীতকালে পোষা প্রাণীর ঠান্ডাজনিত সমস্যা, যেমন সর্দি বা হাইপোথারমিয়া, লক্ষ করুন। কোনো সমস্যা দেখলে দ্রুত পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক যত্ন নিলে পোষা প্রাণী শীতকালেও সুস্থ ও আনন্দে থাকবে।

শেয়ার করুন: