শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান লাভ ও তার বহুমুখী ব্যবহার : খুবি উপাচার্য
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সোমবার সকাল ৯টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথমবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মননে এখন চাকরির জন্যই লেখাপড়া ও প্রস্তুতির বিষয়টি ভর করেছে। যে কারণে স্নাতক, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বা উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা চাকরির প্রস্তুতিতে সময় দিচ্ছে বেশি। ফলে শিক্ষার মূল উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষালাভের মূল উদ্দেশ্যই এখন হয়ে উঠেছে চাকরি পাওয়া। যে কারণে নতুন প্রজন্মের সামনে এখন শিক্ষালাভের লক্ষ্য ও উদ্দেশ্য সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা ভবিষ্যতের জন্য মোটেই আশাব্যঞ্জক নয়। তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ এবং সে জ্ঞান বহুমুখী ক্ষেত্রে ব্যবহার করা। নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল কিছু করা। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দিকনির্দেশনা প্রদান। উপাচার্য চাকরির পেছনে না ছুটে প্রকৃত শিক্ষা অর্জন ও নিজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান। নিজেরাই যাতে উদ্যোক্তা হয়ে চাকরি দিতে পারে সে পরামর্শ দেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
কর্মশালার প্রথম দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়