শাহিনের বলে রোহিতকে সতর্ক হতে বললেন হেইডেন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ইনিংসে মোট ২৯ জন ডানহাতিকে আউট করেছেন শাহিন আফ্রিদি, এর মধ্যে ১০ জনকে ফিরিয়েছেন নতুন বলে। আগামীকাল শাহিন নামছেন ভারতের বিপক্ষে, যে দলের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারে অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং নতুন সেনসেশন শুভমান গিল তিনজনই ডানহাতি।
এর মধ্যে রোহিতের ব্যাপারটি আলাদা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই শাহিনের ইয়র্কারে তিনি এলবিডব্লু হয়েছিলেন। তারও আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে একইভাবে আউট হয়েছিলেন মোহাম্মদ আমিরের বলে।
পাকিস্তানের বাঁহাতি পেসারদের বিপক্ষে শুরুর দিকের এই দুর্বলতায় রোহিতকে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারের মতে, ইনিংসের প্রথম দিকে শাহিনের বলে রক্ষণাত্মক থাকতে হবে ভারতীয় অধিনায়ককে।
হেইডেন একসময় পাকিস্তান দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন। সেই সূত্রেই শাহিনের বোলিং কাছ থেকে দেখা। এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘শাহিন আফ্রিদির বোলিংয়ের বিপক্ষে রক্ষণশীল হতে হবে। (২০২১ টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা স্মরণ করে দেখুন। শাহিন কিন্তু শুরুতেই উইকেট তুলে নিয়েছিল। ওই দিন সে রোহিতের বিপক্ষে যে ডেলিভারি দিয়েছিল, সেটি আমরা কখনোই ভুলব না। সুতরাং শাহিনের বলে কিছুটা সতর্ক থাকতে হবে।’
সতর্ক থাকা বলতে শুরুতে শাহিনের বোলিংয়ের ধরন পর্যবেক্ষণ করা, ‘শাহিনের বল যদি সুইং করে থাকে, তাহলে প্রথম তিন ওভার ছেড়ে দাও।’
শুধু শাহিনই নন, পাকিস্তানের পেস আক্রমণে হারিস রউফ ও নাসিম শাহ আছেন, যাঁরা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। হেইডেনের মতে, তাঁদের সামলাতে ভারতের ভিন্নধর্মী পরিকল্পনা থাকা দরকার, ‘ভারতকে পাকিস্তানের পেসত্রয়ীর বিপক্ষে খেলতে হবে। এটা কিন্তু এই গ্রহের অন্যতম ঝাঁজালো লড়াইয়ের ম্যাচ। শাহিন, হারিস, নাসিমের মতো তিনজন ভিন্নধর্মী বোলার আছে পাকিস্তানের। এদের বিপক্ষে খেলতে ভারতীয় দলেরও ভিন্নধর্মী পরিকল্পনা থাকতে হবে।’
শাহিনের পাশাপাশি আলাদাভাবে হারিসের কথা মনে করিয়ে দিয়েছেন হেইডেন। বিশেষ করে ধীরগতির ক্যান্ডি পিচের ক্ষেত্রে ডানহাতি এ পেসার মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার মহাপরাক্রমশালী দলের এ সদস্য, ‘ক্যান্ডির কন্ডিশনটা এমন যে প্রচুর বাউন্স হয়। এদিকে খেয়াল রাখতে হবে; বিশেষ করে হারিস রউফের বোলিংয়ে। সে কিন্তু জোরের সঙ্গে বল ভেতরে রাখতে চাইবে, অফ স্টাম্পের ওপরের জায়গাটা লক্ষ্য বানাবে।’
ক্রীড়া ডেস্ক