November 13, 2024
খেলাধুলা

শান্তর বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাকে দলে নিল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোটে ভুগছেন। যার জন্য আফগানদের বিপক্ষে শেষ ম্যাচ খেলা হয়নি তার। সেই চোটের জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তার। তবুও তাকে রেখেই শুরুতে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছিলেন নির্বাচকরা। শেষ পর্যন্ত এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর তাকে বাদ দিতে হয়। তার জায়গায় স্থলাভিষিক্ত ঘোষণা করা হয় শাহাদাত হোসেন দীপুকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটারকে অন্তর্ভুক্তের খবর জানায় বিসিবি।

সবশেষ এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেস্ট দলে ছিলেন শাহাদাত হোসেন দিপু। অলরাউন্ডার হিসেবে দারুণ, তার চেয়েও বড় কথা ব্যাট হাতে মিডলঅর্ডারে ভালো রান করতে পারেন। তাই মাত্র ২২ বছর বয়সেই টেস্ট অভিষেক হয় গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৪ টেস্টের পথচলা খুব উজ্জ্বল হয়নি দিপুর। তবে নিজেকে প্রমাণের মতো সুযোগও পাননি। শ্রীলঙ্কার সঙ্গে মার্চের ওই সিরিজের পর জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে শান্তর ইনজুরিতে নিজেকে প্রমানের আর একটি সুযোগ আসলো এই তারকার।

শান্ত ছিটকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেস্ট দলের ১১ জন সদস্য ঢাকা থেকে ধরেন দুবাইয়ের ফ্লাইট।

সেখান থেকে লন্ডন হয়ে তাদের ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা। টেস্ট দল ঘোষণা করলেও এখনও সীমিত ওভারের দল ঘোষণা করেনি বাংলাদেশ। শান্তর বদলে কে ওয়েস্ট ইন্ডিজ যাবেন, সেটি এখন ঠিক হয়নি।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দীপু।

শেয়ার করুন: