শতক হাঁকানোর পরদিন পিএসএলে দল পেলেন লিটন
একদিন আগে দুটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে লিটন দাসের জীবনে। দুপুরের দিকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার দুঃসংবাদ শুনেছেন তিনি।
এর ‘জবাবে’ রাতেই আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাঁকিয়েছেন দ্রুততম শতক।
৪৪ বলের ঝোড়ো সেঞ্চুরিটি আবার টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরি। এর একদিন পরেই অর্থাৎ আজ আরও সুসংবাদ পেলেন তিনি। পিএসএলের ড্রাফটে দল পেয়েছেন এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটার। তাকে দলে নিয়েছে করাচি কিংস। যে দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন ডেভিড ওয়ার্নার, শোয়েব মালিক ও শান মাসুদের মতো ক্রিকেটারদের।
নিলামে সিলভার ক্যাটাগরিতে ছিলেন লিটন। আর গোল্ড ক্যাটাগরিতে ছিলেন নাহিদ রানা। বাংলাদেশের এই বোলিং সেনসেশনকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তবে লিটন ও রানা দল পেলেও সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।