December 18, 2024
খেলাধুলা

লিটনের ব্যাটিং নিয়ে আমরা কনসার্ন- প্রধান নির্বাচক

বিজয় দিবসের গৌরবময় দিনে দেশের বাইরে একে একে জয় পেয়েছে পুরুষ জাতীয় দল এবং নারী অনূর্ধ্ব-১৯ দল। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও দেশে অর্থাৎ মিরপুর হোম অফ ক্রিকেটে আয়োজিত হয়েছে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। মহান মুক্তিযুদ্ধের দুই শহীদ ক্রিকেটার জুয়েল ও মুশতাকের নামে দুই একাদশে ভাগ হয়ে মাঠে নেমেছিলেন সাবেক ক্রিকেটাররা। যেখানে এবার জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ।

এই ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মন্তব্য করেছে লিটন দাস ও তামিম ইকবালকে নিয়ে। লিটন দাসের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রধান নির্বাচক বলেন,’লিটনের ব্যাটিং নিয়ে, তার আউট হওয়ার ধরন নিয়ে আমরা কনসার্ন। তবে যেহেতু সিরিজ চলছে এবং সে অধিনায়ক তাই মন্তব্য না করি। তবে যদি কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট মনে করে তাকে বিশ্রাম দেবে তাহলে সেটা তখন দেখা যাবে। দুটো ম্যাচ এখনও আছে।’

সেন্ট ভিনসেন্টে জয়ের দিন কিপিং দেশের হয়ৈ ডিসমিসালের রেকর্ড গড়লেও ব্যাটিংয়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি। সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরেই ফর্মের বাইরে আছেন লিটন। গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘অধিনায়ক নির্বাচনে আমাদের কোন মতামত নেয়া হয় না। আমাদের কাজ দল নির্বাচন করা। কিছু প্রশ্নের উত্তর নেই আমাদের কাছে। যেমন সাকিব। তবে তামিম অ্যাভেলাবেল কিনা তা জানতে হবে। তামিম রান করছে খেলছে এটা দারুণ।’

তবে দীর্ঘ সাত মাস পর এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টিতে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। দেখিয়েছেন ‍পুরনো ফর্ম। কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়।

তামিম প্রসঙ্গে লিপু বলেন, ‘নতুন বোর্ডের অধীনে আশার আলো দেখা যাচ্ছে তামিমকে নিয়ে। আমরা তামিমের সঙ্গে আলাপ করবো। বোর্ড নির্বাচক কিংবা তামিম বসে। তবে তামিমকে ফিটনেস প্রমাণ দিতে হবে। তবে এই সব বাঁধা হবে না বলেই বিশ্বাস আমাদের।’ প্রথম ম্যাচে রান না পেলেও পরের তিন ম্যাচেই তামিম রান পেয়েছেন। ১৫০.৭৯ স্ট্রাইকরেট ও ৬৩.৩৩ গড়ে মোট রান করেছেন ১৯০।

শেয়ার করুন: