January 4, 2025
টেকনোলজি

লাগবে না জ্বালানি, সৌরশক্তিতে চলবে এই গাড়ি

যেকোনো ইঞ্জিন চলতে জ্বালানির প্রয়োজন হয়। গাড়ি চলতেও জ্বালানি লাগে। কিন্তু এবার এমন এক গাড়ি এলো যেই গাড়ি চলতে কোনো জ্বালানির প্রয়োজন নেই। সৌরশক্তিতেই চলবে এই গাড়ি। গাড়িটি উদ্ভাবন করেছে ভারতের পুণের স্টার্টআপ কোম্পানি ভাইভি মোবিলিটি।

আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ ভারতের প্রথম সৌরশক্তি চালিত বৈদ্যুতিক গাড়ি ইভা প্রদর্শন করা হবে।

এই স্টার্টআপটি ইতিমধ্যেই ইভা সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছে। যা প্রথমবার জানুয়ারি ২০২৩-এ অটো এক্সপোতে আত্মপ্রকাশ করেছিল। আগামী মাসে ভারত মোবিলিটি ইভেন্টে প্রদর্শিত ইভা একটি আপডেটেড সংস্করণ হিসেবে আসবে।

সৌরশক্তি চালিত ইভা গাড়িটি নগরবাসীদের জন্য একটি ব্যবহারিক ও পরিবেশবান্ধব সমাধান আনতে চলেছে। এটি দৈনন্দিন যাতায়াতের সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করবে, যেমন সীমিত পার্কিং, দীর্ঘ চার্জিং বা ফুয়েলিং লাইনে অপেক্ষা এবং কম খরচে ভ্রমণ। ইভা আকারে ছোট এবং শহরের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত, যা দ্রুত চার্জিং ক্ষমতা এবং ভালো পরিসরের সুবিধা দেয়।

ভারত মোবিলিটিতে প্রদর্শনের আগে ভাইভি ইভা সম্পর্কে প্রধান তথ্য প্রকাশ করেছে। স্টার্টআপটি জানিয়েছে, ইভা একবার সম্পূর্ণ চার্জে ২৫০ কিমি পর্যন্ত চলতে পারে এবং সৌরশক্তির মাধ্যমে বার্ষিক ৩০০০ কিমি বিনামূল্যে চলার সুবিধা দেবে। দ্রুত চার্জিংয়ের জন্য ইভাতে দেওয়া হয়েছে উচ্চ ভোল্টেজের পাওয়ারট্রেন প্রযুক্তি রয়েছে। স্টার্টআপটি দাবি করেছে, মাত্র পাঁচ মিনিটে ইভা ৫০ কিমি পরিসর যুক্ত করতে পারে। গাড়িটির ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে।

ইভা শহরের রাস্তায় কার্যকরী পারফরম্যান্স প্রদান করে। এটি ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে মাত্র পাঁচ সেকেন্ডে এবং এর সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টা।

ইভা অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। ভাইভি জানিয়েছে, ইভা প্রতি কিমি খরচ করবে মাত্র ০.৫, যেখানে পেট্রোল চালিত গাড়ির জন্য এই খরচ ৫। যেসব ব্যক্তির দৈনিক যাতায়াত ৩৫ কিমির কম এবং সহযাত্রী প্রায়শই থাকে না, তাদের জন্য ইভা আদর্শ।

ইভাতে আধুনিক গাড়ির জন্য প্রয়োজনীয় সব ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। এতে স্মার্ট কানেক্টিভিটি, স্মার্টফোন ইন্টিগ্রেশন, গাড়ির ডায়াগনস্টিক্স, রিমোট মনিটরিং এবং ওভার-দ্য-এয়ার (ওটিএ) আপডেট সুবিধা রয়েছে।

শেয়ার করুন: