লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ নিহত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৪) নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ছিলেন। লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার বাসিন্দা মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে (মোহাম্মদ উল্যাহ) ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
জেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সর্বশেষ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন মোহাম্মদ উল্যাহ। গত শনিবার তাঁর সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।
লক্ষিপুর সংবাদদাতা