রোনালদোর মতে বিশ্বকাপে ব্রাজিলের গুরুত্বপূর্ণ তারকা হবেন নেইমার
প্রায় দুই বছর হতে চলল ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। চোটের কারণে কার্লো আনচেলত্তির ডাকা দুইবারের স্কোয়াডে তার জায়গা মেলেনি। নেইমার আবার কবে ব্রাজিলের জার্সি গায়ে জড়াবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে সাবেক সেলেসাও কিংবদন্তিরা প্রায়শই নেইমারকে নিয়ে উচ্চাশা প্রকাশ করতে দেখা যায়। ২০২৬ বিশ্বকাপে তিনি ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী রোনালদো নাজারিও।
ইতিহাসের অন্যতম সেরা এই নম্বর নাইন বলেন, ‘ব্রাজিলের যেসব খেলোয়াড় আছে তারা খেলার উপযোগী থাকলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমার বিশ্বাস নেইমারও (খেলতে) পারবে, বিশ্বকাপে সে হতে পারে গুরুত্বপূর্ণ তারকা। প্রত্যেকেই তাকে শতভাগ ফিট দেখতে চায়। (কার্লো) আনচেলত্তিও এটাই চান এবং একই চাওয়া নেইমারেরও। আমি দেখেছি ব্রাজিল দলকে বিশ্বকাপে সহায়তা করতে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তার।’
সাম্প্রতিক সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ আনচেলত্তিও নেইমারের দলে ফেরার শর্ত হিসেবে ফিটনেসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেন, ‘নেইমার কেমন খেলে আমরা তা পর্যবেক্ষণ করতে যাব না, সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। আধুনিক ফুটবলে নিজের প্রতিভাকে কাজে লাগাতে হলে প্রয়োজন ভালো শারিরীক অবস্থা। যদি তার ফিটনেস সেরা অবস্থায় থাকে, তার জাতীয় দলে ঢুকতে কোনো সমস্যা হবে না। সবাই নেইমারকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ব্রাজিল দলে পেতে চায়। যা নিয়ে আমি তার সঙ্গে আগেও কথা বলেছি।’
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়েন নেইমার। ফলে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখিয়ে এক বছরের প্রায় পুরোটা সময় তিনি মাঠের বাইরে কাটান। এরপর চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও পুরোপুরি ইনজুরিমুক্ত হতে পারেননি। কিছুদিন পরপরই চোট নিয়ে তার মাঠের বাইরে যাওয়াটা হয়ে ওঠে নিয়মিত দৃশ্য। সেপ্টেম্বরে বাছাইয়ের দুই ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছিলেন আনচেলত্তি। কিন্তু ফের ঊরুতে চোট পাওয়া জায়গা হারান চূড়ান্ত দলে।
অবশ্য এরপর মাঠেও ফিরেছেন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা। গত রোববার সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন, যেখানে তার দল অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে ১-১ সমতায় মাঠ ছাড়ে। ম্যাচটিতেও কিছুটা চোটের অস্বস্তিতে দেখা যায় নেইমারকে। তার এই ঘনঘন ইনজুরিতে বিরক্ত ফুটবলভক্তরা সমালোচনা করতেও ছাড়েননি। যা বাড়াবাড়ি বলে মনে করেন রোনালদো নাজারিও, ‘অতিরিক্ত সমালোচনা হচ্ছে, কিন্তু তাকে নিয়ে প্রত্যাশাও অনেক বেশি। একই কারণেই তারা খেলাটাকে ভালোবাসে। নেইমারও জানে তাকে কী করতে হবে, বিশ্বকাপে খেলতে হলে নিবেদন হতে হবে শতভাগ।’
‘সে ভয়াবহ ইনজুরি থেকে ফেরায় তার জন্য কঠিন সময় পার করা স্বাভাবিক। খেলার ছন্দে ফিরতে বারবার তাকে মানিয়ে নিতে হবে’, আরও যোগ করেন রোনালদো। দলে ঐক্য ও অনুপ্রেরণা এনে দিতে আনচেলত্তির দারুণ ক্ষমতা আছে বলেও উল্লেখ করেন তিনি, ‘আনচেলত্তি অসাধারণ ব্যক্তি, দলগত কাজ করে, যিনি দলের মাঝে ঐক্য ও প্রেরণা জোগান। কৌশলগতভাবেও তিনি দুর্দান্ত, ফুটবলের সত্যিকার বিজয়ী। সাফল্য পাওয়ার লক্ষ্যে আনচেলত্তি ও ব্রাজিল দল তাদের সর্বোচ্চটুকু করবে।’