রূপসায় ভাই হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার
দ. প্রতিবেদক
খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আপন ভাই হত্যা মামলার আসামি ইনতাজ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ ও রূপসা থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকার এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, আটকের পর র্যাব সদস্যরা ইনতাজকে থানায় সোপর্দ করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বুধবার পাচানী এলাকার মৃত ইকলাস মোল্লার ছেলে ইসরাইল মোল্লা (৫০) নিজ বাড়ি অবস্থান করছিলেন। আকস্মিকভাবে তার বাড়িতে হামলা করেন নিহত ইসরাইলে আপন ভাই ইউপি সদস্য ইনতাজ ও তার ছেলে সোহাগসহ ইনতাজের আরেক ভাই মারুফ মোল্লা। মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তারা লাঠি দিয়ে ইসরাইলকে আঘাত করতে থাকেন। এক পর্যায়ে ইট দিয়ে ইসরাইলের মাথা থেতলে দেন তারা। এ সময় ইসরাইলের স্ত্রী খাদিজা পারভীনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ইসরাইলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহত ইসরাইলের স্ত্রী খাদিজা বাদী হয়ে ইনতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়