April 21, 2025
আঞ্চলিক

রূপসায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় হেলাল-বাপ্পীসহ বিএনপির ২৫ নেতার নামে মামলা

খুলনার রূপসা উপজেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ২৫ নেতার নামে মামলা করেছে পুলিশ।

সোমবার (০৬ নভেম্বর) রূপসা থানার এস আই শেখ ফরিদ আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

রূপসা থানার ওসি মো. শাহীন বলেন, বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও বাসটি ভস্মিভূত হয়ে যায়।

শেয়ার করুন: