December 20, 2024
বিনোদন জগৎ

রুক্সিণীর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন দেব

গোটা টলিউড ইন্ডাস্ট্রি জানে রুক্মিণীই দেবের প্রেম। রুক্মিণীও তা স্বীকার করেন না, দে। তবে ইঙ্গিতে বুঝিয়ে দেন তারা প্রেমে রয়েছেন। সেই সম্পর্ক নিয়ে কদিন ধরে চলছে কাটা ছেঁড়া। দেব-রুক্সিণীর সম্পর্ক আগের মতো নেই বলে চাউর হয়েছে।

এরইমধ্যে রুক্সিণী ইনস্টাগ্রামে আনফলো করেছেন দেবকে। যা উসকে দিয়েছে গুঞ্জন। অনেকের ধারণা খাদানের নায়িকা ইধিকা পালই তাদের সম্পর্কে ফাল হয়ে ঢুকেছেন। এবার রুক্সিণীকে নিয়ে মুখ খুললেন দেব।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে।’

এরপর নিন্দুকদের এক হাত নিয়ে বলেন, ‘কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।’

‘খাদানে’ দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন: