April 22, 2025
খেলাধুলা

রিশাদকে নিয়ে বোলিংয়ে লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত সময় পার করছেন রিশাদ হোসেন। ইনফর্ম এই লেগ স্পিনার একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন। তাকে নিয়েই আজ মুলতান সুলতানের বিপক্ষে আজ মাঠে নামছে লাহোর কালান্দার্স।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মুলতান সুলতান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

এর আগে প্রথম ম্যাচে হার দিয়ে পিএসএলের দশম আসর শুরু করেছিল লাহোর। উদ্বোধনী ম্যাচে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হারে।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লাহোর আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। এরপর করাচি কিংসের বিপক্ষেও জিতেছে লাহোর। করাচিকে ৬৫ রানে হারিয়েছে তারা।

৩ ম্যাচে দুই জয় থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান তিনে। অন্যদিকে, মুলতান তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।চ তারা আছে টেবিলের তলানিতে।

লাহোর কালান্দার্স একাদশ : ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, শাহিন আফ্রিদি (অধিনায়ক), রিশাদ হোসেন, জামান খান, হ্যারিস রউফ ও আসিফ আফ্রিদি।
শেয়ার করুন: