রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বেলিংহাম
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এবারের মৌসুমের সেমিফাইনালেও যেতে পারল না। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে হেরেই পিছিয়ে পড়েছিল রিয়াল। তবুও সমর্থকরা আশায় ছিলেন রেমন্তাদার। তবে রূপকথার সেই প্রটযাবর্তন এবার আর দেখা যায়নি। দ্বিতীয় লেগের ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের বড় হারে ছিটকে গিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এমন হারের পর সমর্থকদের কাছে ক্ষমাই চেয়েছেন রিয়ালের তরুণ তারকা জুড বেলিংহাম। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ইংলিশ এই মিডফিল্ডার বলেন, “(দুই লেগের) কোনো ম্যাচেই এই ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা। ক্ষমা করুন মাদ্রিদিস্তারা (রেয়ালের সমর্থকগোষ্ঠী)। আমরা বুঝতে পারছি, এই রাতগুলো ও এই প্রতিযোগিতাটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই মৌসুমে এখনও (শিরোপা জয়ের) সুযোগ আছে, ঐক্যবদ্ধ থাকার মাধ্যমেই তা সম্ভব। রেয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে!”
এদিকে সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন দানি সেবায়োসও। তিনি বলেন, “ক্ষমা করুন, তবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত সপ্তাহজুড়ে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। বাকি মৌসুমে আপনাদের প্রত্যাশা পূরণের জন্য শতভাগ চেষ্টা করব আমরা। রেয়াল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়ায়।”
কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যাওয়ায় রিয়ালের প্রধান কোচ কার্ল আনচেলত্তির ভবিষ্যতও নিরাপদ নয়। স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন জানাচ্ছে, চলতি মাসের শেষে কোপা দেল রে ফাইনালের পরই ক্লাব ছাড়তে পারেন এই ইতালিয়ান কোচ।
মৌসুমজুড়ে দল ভালো পারফর্ম করতে না পারায়, বিশেষ করে কিলিয়ান এমবাপে আসার পরও প্রত্যাশিত ফল না আসায়, চাপের মুখে পড়েছেন আনচেলত্তি। তার ওপর, সম্প্রতি আর্সেনালের কাছে টানা দুই হারে চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে গেছে রিয়াল।
আনচেলত্তির বিদায়ের গুঞ্জনের পর থেকেই সম্ভাব্য নতুন কোচ নিয়ে আলোচনায় এসেছে একাধিক নাম। সাবেক রিয়াল তারকা ও বর্তমান লেভারকুজেন কোচ জাবি আলোনসোর নাম শোনা যাচ্ছে জোরেশোরে। তবে সম্প্রতি তিনি লেভারকুজেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, তাই এখনই তাকে পাওয়া কঠিন হতে পারে।