‘রিয়ালের মাঠে ম্যানসিটির জয়ের সম্ভাবনা ১ শতাংশ’
চ্যাম্পিয়ন্স লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। গ্রুপ পর্বের ম্যাচে ভালো করতে না পারায় শেষ ষোলোয় সরাসরি খেলা নিশ্চিত করতে পারেনি দলটি, এ কারণে খেলতে হচ্ছে প্লে অফে। প্লে অফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়তে হচ্ছে দলটিকে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ৩-২ গোলে হারায় এমনিতেই ব্যাকফুটে সিটিজেনরা। দ্বিতীয় লেগের ম্যাচে এবার কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগো বার্নাব্যু রিয়ালের ঘরের মা। এটি লস ব্লাঙ্কোসদের দুর্গ। এই মাঠে গিয়ে রিয়ালকে হারানো সহজ কথা নয় মোটেই।আর প্রতিযোগীতা যখন চ্যাম্পিয়ন্স লিগের তখন রিয়ালের উদ্দীপনাই থাকে ভিন্নরকম। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচে বার্নাব্যুতে সিটির জয়ের খুব বেশি সম্ভাবনা দেখছেন না গার্দিওলা।
রিয়ালের ঘরের মাঠে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে সিটি জিততে পেরেছে কেবল ১ ম্যাচে। সেই জয়ও এসেছিল ২০২০ সালে।
এবারের ম্যাচের আগে তাই গার্দিওলার সরল স্বীকারোক্তি, তিনি বলেন, “এই অবস্থায় (৩-২ ব্যবধানে পিছিয়ে) বের্নাবেউয়ে জয়ের ব্যবধান… সবাই জানে, ম্যাচের আগে যদি জিজ্ঞেস করেন, পরের ধাপে যাওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না কী বলব।”
তবে তার দল সবটুকু দিয়ে চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, “তবে আমাদের যতটুকু সম্ভাবনা আছে, আমরা চেষ্টা করব, এটা নিশ্চিত। সম্ভাবনা কম, কারণ (প্রথম লেগে) আমাদের ফলাফল ভালো ছিল না, পাঁচ মিনিট বাকি থাকতে ২-১ ব্যবধান ছিল, এমন কিছু থাকলে অন্যরকম হতো। কিন্তু ২-৩ ব্যবধানে সম্ভাবনা কম, তবে যতটুকু সম্ভাবনা থাকবে, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করব এবং তারপর দেখব কী হয়।”