রিয়াদ-ফাহিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের রোমাঞ্চকর জয়
বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির রাব্বীর মারকুটে ইনিংসের সুবাদে ১৯৭ রানের বড় সংগ্রহ পেয়েছিল রাজশাহী। এরপর প্রায় দুইশ ছোঁয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে শুরুতে বিপর্যয়ের মুখেই পড়েছিল তামিমের দল। তবে মাহমুদউল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংসের সুবাদের নিজেদের প্রথম ম্যাচেই রোমাঞ্চকর এক জয় পেয়েছে বরিশাল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল বরিশাল। তবে ছয় নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। সাইলেন্ট কিলার খ্যাত এ ফিনিশার আজ শুরু থেকেই খেলেছেন আগ্রাসী ভঙ্গিতে। দলীয় ১১২ রানে শাহিন শাহ আফ্রিদি সাজঘরে ফেরার পর ক্রিজে রিয়াদের সঙ্গী হন ফাহিম আশরাফ।
এ দুজন মিলেই এরপর বরিশালের জয় নিশ্চিত করেন। দলকে জেতানোর পথে আজ এ দুজনই আজ পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। দলকে জেতাতে দারুণ অবদান রেখেছেন রিয়াদ। ষষ্ঠ উইকেটে শাহিনের সঙ্গে ৫১ রানের জুটি গড়েছিলেন রিয়াদ। পাকিস্তানি পেসারও খেলেছেন দারুণ এক ক্যামিও ইনিংস। ১৭ বলে ২৭ রান করে তিনি আউট হন। এরপর বাকি কাজটা ফাহিমকে নিয়েই করেছেন রিয়াদ।
সপ্তম উইকেটে এ দুজন মিলে গড়েছেন ৮৮ রানের অপরাজিত জুটি। রিয়াদ করেছেন ২৬ বলে ৫ চার আর ৪ ছয়ে অপরাজিত ৫৬ রান। ওদিকে ফাহিম ৫৪ রান করেছেন ২১ বলে, ১ চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকিয়েছেন ৭টি। নিজের শেষ ছয় দিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের ফিফটিও পূরণ করেন তিনি।
এর আগে ব্যাট হাতে বরিশালের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই আউট হন শান্ত। এরপর তামিমও নিজের ইনিংস বড় করতে পারেননি। তাওহীদ হৃদয় ৩২ রান করলেও ব্যাট হাতে অবদান রাখতে ব্যর্থ হয়েছেন বল হাতে ২ উইকেট নেয়া কাইল মায়ার্স। এরপর মুশফিক আউট হন ১৩ রান করে। তবে টপ অর্ডার ব্যর্থ হলেও সে ক্ষতি পুষিয়ে দিয়েছে মিডল অর্ডার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বির দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় সংগ্রহই গড়েছিল রাজশাহী। ৬৫ রান করে বিজয় আউট হলেও ৪৭ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন রাব্বি।