রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।
রাষ্ট্রপতি ‘মিথ্যাচার’ বলে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলা একজন আইন উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অপূর্ব জাহাঙ্গীর বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।”
প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্ধৃতি দিয়ে একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আসিফ নজরুল ওই মন্তব্যের জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। মঙ্গলবার বিকালে এই দাবিতে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন বঙ্গভবন ঘেরাও করেছে। তারা বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে।