November 24, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

রাশিয়ার ৪,৩০০ সেনা নিহত, পারমাণবিক অস্ত্রের বহর প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের

দক্ষিণাঞ্চল ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চতুর্থ দিন চলছে। এই চার দিনে রাশিয়ার প্রায় চার হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার রবিবার ফেসবুকে এক পোস্টে এ দাবি করেন।
তবে বার্তা সংস্থা রয়টার্স থেকে বলা হয়েছে, তারা স্বাধীনভাবে ওই তথ্য যাচাই করতে পারেনি। রাশিয়াও এখন পর্যন্ত হতাহতের কোনও সংখ্যা প্রকাশ করেনি। ফেসবুকে পোস্টে হান্না মালিয়ার রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টার, ৭০৬ টি সাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরও কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংসের দাবিও করেছেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে পারমাণবিক অস্ত্রের বহর ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখতে নির্দেশ দিয়েছেন। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। রবিবার টেলিভিশনের এক ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ নিয়েছে এবং ‘বেআইনি নিষেধাজ্ঞা’ আরোপ করেছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *