রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌছেছে বানিজ্যিক হ্জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। শনিবার (৪ নভেম্বর) ভোরে মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি। সকালে জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে জাহাজটি ২১ অক্টোবর বাংলাদেশের উদ্দ্যেশে ছেড়ে আসে জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ২১ হাজার ৭০০ টন কয়লা খালাস করা হয়। পরে অবশিষ্ট কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ছেড়ে আসা বসুন্ধরা ইমপ্রেস নামক জাহাজটি শনিবার (৪ নভেম্বর) ভোরে মোংলা বন্দরের হারবাড়ীয়া এলাকায় নোঙর করে। সকালে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাসকৃত কয়লা লাইটারেজে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে। পরে জেটি থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎকেন্দ্রের কয়লা ইয়ার্ডে।