October 22, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

রাজনৈতিক দলগুলোকে ঘর গোছানোর আহ্বান উপদেষ্টা শারমিনের

রাজনৈতিক দলগুলোকে ঘর গোছানোর আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

শনিবার (১৯ অক্টোবর) ‘নাগরিক সমাজ : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সভার আয়োজন করা হয়। সভার আয়োজক ছিল সিএসও অ্যালায়েন্স।

উপদেষ্টা আরও বলেন, দেশ পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে সবার মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক হয়ে দেশের এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার কথাও জানান শারমিন মুরশিদ।

এ ছাড়া তিনি বলেন, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকারই হোক, এই স্পেসটা তৈরি করল কে? আমরা। আমাদের রাজনৈতিক দলগুলো। কেন? কারণ, আপনারা কখনোই কোনো বিষয়ে একমতে এসে পৌঁছাতে পারেননি। তাদের না আছে একটা কমন জাতীয় দর্শন। না আছে পার্টনারশিপ। যখন সবকিছু সংকটের ভেতরে চলে যাচ্ছে, তখন সুশীল সমাজ নামে একটি জন্তু তৈরি হয়। আমি জন্তুও বলব না। এটাকে নির্দিষ্ট করে একটা চেহারাও দেওয়া যায় না।

তা ছাড়া তিনি বলেন, এই যে একটা আন্দোলন শুরু হয়, যেখানে সবাই অংশগ্রহণ করে। তারা রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দেয় যে, বাবাগণ, তোমাদের অধীনে আমাদের নির্বাচন হবে না। তোমরা বসো। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসুক। তারা মাঠটা পরিষ্কার করে দিক, তারপর একটা নির্বাচন হবে। তোমরা ক্ষমতায় আসবে। এর মানে হলো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যায় না, তারা দায়িত্ব পায়। জানি না এত কমপ্লেক্সের মধ্যে কতটুকু করতে পারব। তবে একটা স্পেস তৈরি করতে পারব।

রাজনীতিবিদদের হাতেই রাজনীতি যাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতে আপনারাই সব রাষ্ট্রীয় কাঠামো ভেঙেছেন। এখন সময় গড়ার। রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেসব সমালোচনা রয়েছে, তার মধ্যে প্রধান হলো, আপনারা নিজেদের কাঠামোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি। সেটি প্রতিষ্ঠা করে আমাদের মধ্যে, বাচ্চাদের মনের মধ্যে আস্থা জাগান। আমাদের বিশ্বাসটা অর্জন করুন, আপনারা যখন ক্ষমতায় আসবেন, নীতিগুলো মেনে দেশ পরিচালনা করবেন।

শেয়ার করুন: