রাজনৈতিক দলগুলি পরস্পর পরস্পরকে ছাড় দিক
রাজনৈতিক দলগুলি পরস্পর পরস্পরকে ছাড় দিক
যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সত্যি কথা বলতে কি, এক অর্থে, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। অন্যভাবে যদি বিষয়টাকে দেখা হয় তাহলে বলতে হবে, অর্থনৈতিক উন্নতির পাশাপাশি, দেশের রাজনৈতিক উন্নয়নটি কাঙ্খিত মাত্রায় অর্জন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি। অনেক কারণ আছে, কিন্তু অন্যতম হলো একে অন্যকে অবিশ্বাস।
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে হলে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কেও একটি ঐকমত্য থাকা আবশ্যক। কারণ কাঙ্খিত রাজনৈতিক উন্নয়ন না হলে যে কোনো দেশের অবস্থা যে কোনো মুহুর্তে নাজুক হয়ে উঠতে পারে। দেশের রাজনৈতিক ব্যবস্থা, সরকার পরিবর্তন, ইত্যাদি বিষয় নিয়ে যে কোনো সময় বহি:শক্তি মাথা ঘামাতে পারে এবং দেশের রাজনীতি নিয়ে অহেতুক বিপজ্জ্বনক পরিস্থিতি তৈরী হতে পারে। সাম্প্রতিক সময়ে এটা দেখা যাচ্ছে।
বিদেশীরা আমাদের রাজনীতি, সরকার পরিবর্তন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে দৃষ্টিকটুভাবে মতামত ব্যক্ত কেরে যাচ্ছেন, যা দেশের আত্মমর্যাদার সাথে যায় না। এ এক অস্বস্তিকর অবস্থা। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে বাংলাদেশের প্রতিটি সক্রিয় রাজনৈতিক শক্তিকে প্রথমত: সংবিধানকে সমুন্নত রেখে আলাপ আলোচনার মাধ্যমে একটি উপায় খুঁজে বের করতে হবে। আমরা আশা করি, দেশের রাজনৈতিক দলগুলি সেটি করবে।
বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক সমৃদ্ধিকে ধরে রেখে এটিকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলিকে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে। আমাদের বিশ্বাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলি শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং নিজেদের মধ্যেকার মতপার্থক্যকে তারা শান্তিপূর্ণ উপায়ে দূর করবেন। সামনের দিনগুলি সবার জন্য শান্তিময় হোক। গণতন্ত্রের প্রাণশক্তি হলো আপোষ। রাজনৈতিক দলগুলি পরস্পর পরস্পরকে ছাড় দিক। তাঁরা ঐক্যবদ্ধ হোক।