রাঙ্গামাটিতে ‘র্যাগিংয়ে’ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার পরিবার। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। পরিবারের দাবি, র্যাগিংয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এর আগে ১৬ জুলাই বিকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৯ জুলাই তার মৃত্যু হয়।
নিহত সাদিকুর রাঙামাটি জেলার কাপ্তাই থানাধীন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৫৫তম ব্যাচের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন।
নিহতের বড় ভাই মাহাবুবুর রহমান বলেন, আমরা ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের গাফিলতিও আছে বলে ধারণা করছি। কারণ আমার ভাই যে ছাত্রাবাসের দোতলায় থাকতো সেখানে জানালায় কোনো গ্রিল বা দরজা ছিল না। যে কেউ ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দিতে পারে। অথচ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
র্যাগিংয়ের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ওখানে সিনিয়রদের দ্বারা জুনিয়ররা র্যাগিংয়ের শিকার হয়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, ‘এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার মামলা করেছে। তাই বিষয়টি পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম বলেন, `এ ঘটনায় নিহতের বড় ভাই একটি হত্যা মামলা করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটি প্রতিনিধি